রংপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলায় গঙ্গাচড়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গংগাচড়া থানার ওসি মোহাম্মদ আল এমরান।
মামলা সূত্রে জানা গেছে, চেয়ারম্যান লেবু কোটাবিরোধী আন্দোলনে সিটি বাজার এলাকায় পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলার ৪৪ নং আসামি। তাকে গ্রেফতারের পর রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ১৯ জুলাই বিকেলে রংপুর সিটি বাজার কাঁচামাল আড়তে সবজি কিনতে আসেন খুচরা সবজি ব্যবসায়ী সাজ্জাদ। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বাজারের সামনে ছাত্র জনতার আন্দোলন শুরু হয়। এসময় আন্দোলনকারীদের পানি ও রুটি দিতে এগিয়ে আসলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আসামি করা হয়েছে শেখ রেহেনাসহ ৫৭ জনের নামে।