টাঙ্গাইলে শিলাবৃষ্টিতে পাকা ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি
টাঙ্গাইলের ধনবাড়ীতে শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাত প্রায় ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় টানা প্রায় দেড় ঘণ্টা অতি ভারি শিলাবৃষ্টি হয়। এতে আমন ধান ছাড়াও বিভিন্ন ধরনের শাক-সবজি নষ্ট হয়েছে।
জানা যায়, উপজেলার দরিচন্দবাড়ী, কেন্দুয়া, মুসুদ্দি, পাইস্কা, নল্যা, ভলিভদ্র, প্যারিআটা, ভাইঘাটসহ বিভিন্ন এলাকায় অসময়ে হঠাৎ শিলাবৃষ্টির কারণে জমির পাকা ও আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়েছে এবং ধানের অসংখ্য জমির ধানের শীষগুলোতে শিলার আঘাতে ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়েছে পড়েছেন এ অঞ্চলের কৃষকরা।
উপজেলার দরিচন্দবাড়ী গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, শিলাবৃষ্টির কারণে আমাদের জমির আধাপাকা ধান মাটিয়ে নুয়ে পড়েছে।ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক বছর ধরে ধানের আবাদ করে লোকসানের মুখে পড়েছি। তারমধ্যে অসময়ে শিলাবৃষ্টিতে আমাদের মাথায় হাত। যে ধান পেতাম তার অর্ধেকও ধানও এবার ঘরে উঠাতে পারব না।
উপজেলার বন্দচরপাড়া গ্রামের কৃষক কামরুল হাসান পলাশ বলেন, অসময়ে শিলা বৃষ্টি হওয়ায় আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। আধাপাকা ধান একদম নুয়ে পড়েছে। অর্ধেক ধানও কেটে ঘরে নিতে পারবো না। এই ধান কাটতে গেলেও দ্বিগুণ টাকা গুনতে হবে। শিলাবৃষ্টিতে শুধু ধান নয়, বিভিন্ন ধরনের শাকসবজি নষ্ট হয়েছে। এই ক্ষতি কিভাবে ওঠে আসবে।
ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার রাতে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ৪টি ইউনিয়নে বেশি পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে। এতে অনেক কৃষকের আধাপাকা ধান ও ফসলের ক্ষতি হয়। এ নিয়ে মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা পরিদর্শন করে ক্ষয়-ক্ষতির পরিমাণ তালিকা করছে এবং কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করছেন।