রাত হলেই এক্সপ্রেসওয়েতে ছিনতাইকারীদের আনাগোনা, গ্রেফতার আরও ৮

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

রাত হলেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ছিনতাইকারীদের আনাগোনা

রাত হলেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ছিনতাইকারীদের আনাগোনা

রাত হলেই চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আনাগোনা বেড়ে যায় ছিনতাইকারীদের। কোথাও এক্সপ্রেসওয়েতে ছিনতাইকারীরা সূক্ষ্ম নাইলনের সুতা দুই পাশে বেঁধে সুযোগের অপেক্ষায় থাকে। সুতায় লেগে মোটরসাইকেলচালক পড়ে গেলে সব কেড়ে নিয়ে পালিয়ে যায়। আবার কখনো সরাসরি ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। এরপর পুলিশ সোচ্চার হলে একে একে ধরা পড়ছে ছিনতাইকারী চক্র।

সোমবার (৪ অক্টোবর) দিবাগত গভীর রাতে ধারালো অস্ত্রসহ ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করে পুলিশের বিশেষ টহল।

বিজ্ঞাপন

গ্রেফতার আট কিশোর ও যুবক হলেন, আরমান (১৯), মো. ইসমাইল হাসান (১৯), মো. রাকিবুল হাসান (১৯), মো. পারভেজ (১৫), মাঈন উদ্দিন (১৭), মো. রিয়াদ হোসেন (১৫),সাব্বির হোসেন (১৬), সামিউল রহমান প্রকাশ শুভ (১৫)।

চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্দর থানার এসআই (নি.) উস্যা মং মার্মা হিরু ও এএসআই (নি.) আমজাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ টহল দায়িত্ব পালনের সময় গোসাইলডাঙ্গাস্থ সাবের প্লাজা ভবনের সামনে এক্সপ্রেসওয়ের ওপর ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সমবেত হয়ে ডাকাতি করার প্রস্তুতিকালে এই ৮জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, তাৎক্ষণিক সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে আরমানের কাছে থেকে একটি স্টিলের টিপছোরা, মো. ইসমাইল হাসানের কাছ থেকে একটি স্টিলের টিপ ছোরা ও মো. রাকিবুল হাসানের কাছে থাকা লোহার অ্যাঙ্গেল, জিম্মায় নেওয়া মাঈন উদ্দিনের দখল থেকে একটি নম্বরবিহীন বিভাটেক ব্যাটারিচালিত রিকশা এবং মো. পারভেজের দখল থেকে একটি নম্বরবিহীন বিভাটেক ব্যাটারিচালিত রিকশা উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। সাক্ষীদের সামনে গ্রেফতার কিশোর-তরুণেরা এক্সপ্রেসওয়েতে অবৈধ অস্ত্রশস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল বলে স্বীকার করে।