গাজীপুরে মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ, আট কারখানা বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

গাজীপুরে মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহানগরীর মোগরখাল ও কোনাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকটি কারখানার শ্রমিকেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা কারখানার ভেতর আন্দোলন শুরু করে। পরে তারা বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

এর আগে, গত ৪ নভেম্বর গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় তুষোকা গ্রুপ, এম এম গ্রুপ ও ইসলাম গ্রুপের কারখানায় শ্রমিকরা বেতনের দাবিতে আন্দোলন শুরু করে। এসময় কারখানার ভেতর ভাঙচুর চালায় শ্রমিকরা। এতে কোনাবাড়ী, আমবাগ জরুনসহ আশপাশের মোট আটটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে, মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে মহানগরীর মোগরখাল এলাকায় টিএনজি অ্যাপারেলস লিমিটেডের পোশাক কারখানার হাজারো শ্রমিক আন্দোলনে নামেন। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে। এতে করে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে যানজট দেখা দেয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিজ্ঞাপন

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, কোনাবাড়ী এলাকায় চার থেকে পাঁচটি কারখানায় শ্রমিকেরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে তাদের সঙ্গে শিল্প পুলিশ আলোচনা করছে।