নগরপিতা নয়, নগরসেবক হিসেবে থাকতে চাই: শাহাদাত

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

পুরোনো রেলওয়ে স্টেশনে সমাবেশে বক্তব্য দেন শাহাদাত, ছবি: আনিসুজ্জামান দুলাল

পুরোনো রেলওয়ে স্টেশনে সমাবেশে বক্তব্য দেন শাহাদাত, ছবি: আনিসুজ্জামান দুলাল

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ নেওয়ার পর বন্দরনগরীতে ফিরে ডা. শাহাদাত হোসেন বলেছেন, 'আমি কোনো নগরপিতা হিসেবে নয়, নগরসেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। এই শহরে ৭০ লাখ সব ধর্ম, বর্ণ, জাতি ও ভাষার মানুষ আছেন। আমি সবার পাশে থেকে সেবক হিসেবে কাজ করে যেতে চাই।'

শপথ নেওয়ার পর মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা থেকে সোনার বাংলা ট্রেনযোগে বেলা ১২টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছান নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত। সেখানে পুরোনো রেলওয়ে স্টেশনে বিএনপির উদ্যোগে ডাকা সমাবেশে বক্তব্য দেন তিনি।

বিজ্ঞাপন

ডা. শাহাদাত তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে চসিকের নতুন মেয়র বলেন, 'ভাইয়েরা-বোনেরা আপনারা গত ১৬ বছর ঘরে থাকতে পারেননি। পরিবারের খোঁজ নিতে পারেননি। বাচ্চার জন্য দুধ কিনতে পারেননি, বাজার করার টাকা ছিল না। অর্ধাহারে-অনাহারে দিন কাটিয়েছেন। আপনাদের এই অসহায়ত্ব আমরা দেখেছি। আপনাদের এই ঋণ আমি শোধ করতে পারব না। আমাদের শত শত নেতাকর্মী খুন-গুমের শিকার হয়েছেন। এক লাখ মামলায় ৬০ লাখ আসামি হয়েছেন। তবুও আদর্শচ্যুত হননি। এটাই আমাদের শক্তি।'

বিজ্ঞাপন

নগরবাসীর উদ্দেশে ডা. শাহাদাত বলেন, 'আমি আপনাদের সন্তান। শহর শুধু আমার একার না, ৭০ লাখ মানুষের। এই শহর হবে ক্লিন-গ্রিন ও হেলদি সিটি।'

সমাবেশ শেষে বেলা দেড়টায় দুপুর হযরত শাহ্ আমানত (রহ.) মাজার জেয়ারত করেন ডা. শাহাদাত। এরপর বিকেল ৪টায় লালদীঘি পাড়স্থ চসিক লাইব্রেরি ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন এবং একই স্থানে বিকাল ৫টায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় টাইগারপাসস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দিবেন তিনি।