গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: সমাজকল্যাণ উপদেষ্টা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: সমাজকল্যাণ উপদেষ্টা

গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: সমাজকল্যাণ উপদেষ্টা

'জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা আমাদের সামনে যে সুযোগ এনে দিয়েছে সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে থাকবে সরকার। এদেশে আর কোনো বৈষম্য থাকবে না। আমরা মেধাকে প্রাধান্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। আপনাদের সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়বো।'  

শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে সহায়তা প্রদান কর্মসূচিতে নারী, শিশু ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ এ কথা বলেন।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ দেখেছিলাম। আমার পরিবারের অনেকেই মুক্তিযোদ্ধা, আমাকেও দেয়া হয় উপাধি। ৭১-এর মুক্তিযুদ্ধ খুব কাছ থেকে দেখেছি। স্বাধীনতার আনন্দ আমরা বেশিদিন ধরে রাখতে পারিনি। যেলক্ষ্যে স্বাধীনতা, সে লক্ষ্য অর্জন হলো না। গণতন্ত্র ভূ-লুণ্ঠিত হলো। যারা দেশকে মুক্ত করেছিলেন, তারা দেশের দ্বায়িত্বে আসতে পারলেন না। ফিরে যান নিজ নিজ কাজে

তিনি আরও বলেন, ৭১-এর যেই মুক্তিযুদ্ধ হয়েছিল, যে অসম্পূর্ণ কাজগুলো রয়ে গিয়েছিল, তার কারণেই, সেই অসম্পূর্ণ থেকে যাওয়া কাজের জন্য জুলাই গণ অভ্যুত্থান হলো। আমরা যেনো এই শহীদদের যথাযথ সম্মান দিতে পারি।

বিজ্ঞাপন