ফরিদপুরে চুরি হওয়া ১১ গরু পাবনা থেকে উদ্ধার, আটক ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ফরিদপুরে চুরি হওয়া ১১ গরু পাবনা থেকে উদ্ধার

ফরিদপুরে চুরি হওয়া ১১ গরু পাবনা থেকে উদ্ধার

ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকার শাহিন অ্যাগ্রো ফার্ম থেকে চুরি হওয়া ছোট বড় ১১টি গরু পাবনা থেকে উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় দুই জনকে আটক করা হয়।

শাহিন অ্যাগ্রো ফার্ম এর মালিক সাইফুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর রাতে ফার্মের কর্মচারী ইউনুস মন্ডল ছোট বড় ১১টি গরু চুরি করে পালিয়ে যায়। পরদিন কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়।

বিজ্ঞাপন

পরে পুলিশ পাবনা জেলার সাথিয়া উপজেলার একটি বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে বুধবার ৩০ অক্টোবর বিকেলে কোতয়ালী থানায় নিয়ে আসে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান জানান, উদ্ধারকৃত গরুগুলো আদালতের মাধ্যমে ফার্মের মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। মূল অভিযুক্ত এখনও পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

গরুগুলোর মূল্যে ৩০ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।