লক্ষ্মীপুরে সুলভ মূল্যে সবজি বিক্রি, ক্রেতাদের ভিড়

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুরে সুলভ মূল্যে সবজি বিক্রিতে ক্রেতাদের ভিড়

লক্ষ্মীপুরে সুলভ মূল্যে সবজি বিক্রিতে ক্রেতাদের ভিড়

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে যখন মানুষের নাভিশ্বাস অবস্থা তখন মানুষের মাঝে স্বস্তি ফিরাতে লক্ষ্মীপুরে সুলভ মূল্যে সবজি বিক্রি করছে শিক্ষার্থীরা।

রোববার (২৭ অক্টোবর) সকাল থেকে শহরের পুরাতন আদালত রোডে এ বিক্রি কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক মো. রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের মুখপাত্র ইসমাইল হোসেন রাসেলসহ ছাত্র ও স্বেচ্ছাসেবীবৃন্দ।

জানা যায়, ইউর ব্যাটম্যানের আয়োজনে ও বিডি ক্লিনের সহযোগিতা প্রান্তিক কৃষকের কাছ থেকে সবজি এনে সুলভ মূল্যে বিক্রি করছে ছাত্ররা। যেখানে পাওয়া যাচ্ছে লাউ, মিস্টি কুমড়া, টমেটো, মরিচ, মুলা, বেগুন, পেঁপে, লালশাক, শসা, শসিন্দ, লতি, করলা, পুঁই শাকসহ অন্যান্য সবজি। বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে সবজি কিনতে পেরে আনন্দিত ক্রেতারা। নিয়মিত এমন কার্যক্রমের প্রত্যাশা তাদের।

আয়োজকরা বলেন, বাজারে যে লাউ ৮০-১০০ টাকায় বিক্রি হয় সেটা এ সুলভ মূল্যের দোকানে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজিও বাজারের তুলনায় অনেক কম দামে পাওয়া যাচ্ছে।

তারা আরও জানায়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মূলে রয়েছে সিন্ডিকেট। ওইসব সিন্ডিকেট ভাঙার লক্ষ্যে প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি সবজি ক্রয় করে এনে বিনা লাভে ভোক্তাদের হাতে তুলে দেয়া হচ্ছে।

এসময় সুলভ মূল্যের কাঁচাবাজারে আগত ক্রেতারা এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানান। একইসাথে তারা এমন কার্যক্রম চলমান রাখার আহ্বানও জানান।