রাষ্ট্রপতির পদত্যাগসহ দুই দাবিতে মাগুরায় বিক্ষোভ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে বৈষম্যবিরোধী ছাত্রজনতার ব্যানারে এ গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ছাত্রজনতার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বরে বিপ্লবী ছাত্রজনতার গণজমায়েত করে। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরে ভায়না মোড়ে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভে গিয়ে নানা শ্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করে। ছাত্ররা তাদের দুই দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ সময় তারা 'দিল্লি না ঢাকা' আবু সাঈদ মুগ্ধ' শেষ হয়নি যুদ্ধ' সহ নানা স্লোগান দিতে থাকে।

এ সময় ছাত্র প্রতিনিধিরা বলেন,আমরা দুই দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। আওয়ামী লীগের সহযোগী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। এছাড়া ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ করতে হবে। যদি দাবি মেনে না নেয়া হয় ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব।