ইউপি সদস্যদের বহালের দাবিতে গৌরীপুরে মানববন্ধন

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ইউপি সদস্যদের বহালের দাবিতে গৌরীপুরে মানববন্ধন

ইউপি সদস্যদের বহালের দাবিতে গৌরীপুরে মানববন্ধন

ইউনিয়ন পরিষদের কাজের ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যদের বহাল রাখার দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার দশটি ইউনিয়নে পরিষদের ইউপি সদস্যদের আয়োজনে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন করেনি। ইউপি সদস্যরা ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে নিজ নিজ এলাকার জনসাধারণকে ইউনিয়ন পরিষদের সেবা প্রদান করে যাচ্ছে। এজন্য ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে ইউপি সদস্যদের বহাল রাখার দাবি জানান।

মানববন্ধন শেষে একই দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ স্মারকলিপি গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।

কর্মসূচিতে অংশ নেন অচিন্তপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনোয়ার হোসেন, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রবিুকুল ইসলাম রুকন, মাওহা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাসুদ রানা, মানিক মিয়া, সংরক্ষিত নারী সদস্য পপি আক্তার, বোকাইনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইসহাক উদ্দিন, বদর উদ্দিন, মো. চুন্নু মিয়া, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল কালাম, আব্দুল কদ্দুস, সিধলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শিউলী তালুকদার।