প্লাস্টিকের ব্যাগ ব্যবহার ও লাইসেন্স নবায়ন না করায় জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

লাইসেন্স নবায়ন না করায় জরিমানা/ছবি: বার্তা২৪.কম

লাইসেন্স নবায়ন না করায় জরিমানা/ছবি: বার্তা২৪.কম

চাঁদপুরের হাজীগঞ্জে বাজারের রনি ফ্লাওয়ার মিল ও মেসার্স মিজানুর রহমান ট্রেডার্সে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করায় ও ভাই ভাই বাণিজ্যালয়ের লাইসেন্স নবায়ন না করায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা করেছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

বিজ্ঞাপন

রিফাত জাহান জানান, রনি ফ্লাওয়ার মিল ও মেসার্স মিজানুর রহমান ট্রেডার্সে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করায় ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা ও ভাই ভাই বাণিজ্যালয়ের লাইসেন্স নবায়ন না থাকায় ২ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং সবাইকে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার না করতে সতর্ক করেন।

অভিযানে ওই সময় হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।