গ্রাফিতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ড. ইউনূস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রাফিতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ড. ইউনূস

গ্রাফিতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ড. ইউনূস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতে সারা দেশের দেয়ালে দেয়ালে নানা রঙে আঁকা হয়েছে গ্রাফিতি। এবার সেই গ্রাফিতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
দেয়ালে আঁকা বাংলাদেশ লেখা দেখছেন প্রধান উপদেষ্টা

গ্রাফিতির বেশ কিছু ছবি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে আপ করা হয়েছে। যার ক্যাপশনে লেখা হয়েছে, জুলাই ও আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের সময় তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

ধর্ম যার যার দেশ সবার

ওবায়দুল কাদেরের আলোচিত বক্তব্য নিয়ে গ্রাফিতি
নাটক কম করো পিও
মেধা শহীদদের খণ্ড তালিকা
গ্রাফিতিতে প্রতিবাদের ভাষা

এসময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আব্দুল্লাহসহ প্রমুখ। ছবিতে দেখা যায়, তিনি গ্রাফিতি নিয়ে তাদের সঙ্গে কথা বলছেন।

ছবিগুলোতে প্রচুর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, অধিকাংশই হাসির প্রতিক্রিয়া। অনেকেই নানারকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, হাসি চেপে রাখা অসমম্ভব।