লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় পা ভেঙে গুরুতর আহত হাতি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় ডান পা ভেঙে গুরুতর আহত হয়েছে একটি বন্য হাতি।

রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলিফ্যান্ট ওভারপাসের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার ছেড়ে আসা ঈদ স্পেশাল ট্রেন হাতিটিকে ধাক্কা দেয়। এতে হাতিটি গুরুতর আহত হয়। ঘটনাস্থলের পাশেই আমাদের কার্যালয় হওয়ায় হাতিটির চিৎকারে আমরা ছুটে আসি। আপাতত হাতিটিকে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

তিনি বলেন, ট্রেনের ধাক্কায় হাতিটির পেছনের ডান পা ভেঙে গেছে। এরপর হাতিটি নিচে গড়িয়ে পড়ে মাথায়ও আঘাত পেয়েছে। হাতিটি স্বাস্থ্যবান, তবে প্রচুর রক্তপাত হয়েছে। হাতিটির অবস্থা গুরুতর।