বঙ্গোপসাগরে ধরা পড়ল ৬০ কেজির বিরল পাখি মাছ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের কুয়াকাটা উপকূলে ৬০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির পাখি মাছ ধরা পড়েছে।

শনিবার (১২ অক্টোবরে) ভোরে এমবি রফিকুল ইসলাম নামের একটি ট্রলারের জালে আটকে থাকা ৬০ কেজির এই মাছটি আলীপুরের বিএফডিসি বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

এমন বিরল মাছ দেখতে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যায়। মাছটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী সাগর ১২ হাজার টাকায় কিনে নেন, যার ওজন অনুযায়ী প্রতি কেজির দাম নির্ধারিত হয় ২০০ টাকা।

মেসার্স আব্দুল্লাহ ফিসের মালিক ইউসুফ হাওলাদার বলেন, “অনেক দিন পর এমন একটি পাখি মাছ বাজারে এসেছে। যদিও এ অঞ্চলে এর চাহিদা কম, কিন্তু ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এর ভালো চাহিদা রয়েছে।”

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, “পাখি মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। সাম্প্রতিককালে আবহাওয়ার কারণে এগুলো উপকূলের কাছাকাছি কম আসে, ফলে ধরা পড়ার সংখ্যাও কমে গেছে।”