বেইলি রোডে আগুন লাগার ঘটনার তদন্ত করতে চায় র‌্যাব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, ‘তদন্ত সাপেক্ষে বলা যাবে ঘটনার কারণ কি। নিহতরা অক্সিজেনের অভাবে বা ছাপোকেশনে মারা গেছেন। আগুনে পুড়ে মৃত্যুর সংখ্যা কম। সরকার যদি চায় এখানে র‌্যাবকে তদন্তের ক্ষেত্রে প্রয়োজন তবে আমরা তদন্ত করবো। আমাদের ইন্টেলিজেন্স উইং এরই মধ্যে কাজ শুরু করেছে।’

রাজধানীর বেইলি রোডে অবস্থিত ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এটা আবাসিক ভবন ছিল নাকি বাণিজ্যিক ভবন ছিল সেটা সংশ্লিষ্ট দপ্তরগুলো তদন্ত করে দেখবেন। কোন ব্যত্যয় থাকলে তারা সেটা খতিয়ে দেখবেন। সরকার যদি বলে যে, এখানে তদন্ত করা প্রয়োজন, সবকিছু নিয়মতান্ত্রিক করা হয়েছিল কিনা তাহলে আমার সেটা তদন্ত করে দেখবো। কি উদ্দেশ্যে ভবনটি করা হয়েছিল, আর কি কাজে ব্যবহার করা হয়েছিল তা খতিয়ে দেখলে বের হবে।

তিনি বলেন, ‘এখানে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল। সেখানে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটনা ঘটেছিল বলে আপাতত ধারণা করা হচ্ছে।’

আগুন যখন প্রাথমিক পর্যায়ে ছিল তখন তারা ফায়ার ইস্টিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কিন্তু পরবর্তীতে আরো বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আমাদের যদি মনে হয় এখানে ইনভেস্টিগেশন করা প্রয়োজন তাহলে আমরা সেটা করবো। আমাদের ইন্টালিজেন্স উইং এ ব্যাপারে কাজ করছে তারা তথ্য সংগ্রহ করছে।’