‘দেশপ্রেমিক’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন জিএম কাদের

  ‘এসো মিলি প্রাণের মেলায়’
  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

মেজর সিকদার আনিসুর রহমান (অব:) রচিত ‘দেশ প্রেমিক’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে অমর একুশে বইমেলায় বই উন্মোচন মঞ্চে এ বইয়ের মোড়ক উন্মোচিত হয়।

বিজ্ঞাপন

জিএম কাদের বলেন, এ বইয়ের মাধ্যমে লেখক অমর হতে যাচ্ছেন। উনি আজকে যেটা লিখে গেলেন, সেটি আমাদের জন্য থাকবে। আমি উনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উনি যেন আরও বেশি বেশি করে লেখেন।

বইমেলার ব্যাপারে তিনি বলেন, একুশে বইমেলা আমাদের সংস্কৃতি অঙ্গণে নতুন ধারা সৃষ্টি করেছে। বইমেলা বই কেনাকে উৎসাহিত করছে। আমি আশা করি, আমাদের এই ধারা অব্যাহত থাকবে।

বইটির লেখক সিকদার আনিসুর রহমান বলেন, বইটি সমগ্র জাতির জন্য আমি উৎসর্গ করলাম। আমার বইয়ের মূল বিষয় হলো দেশপ্রেম এবং সমসাময়িক বিষয়ের বিশ্লেষণ।’

বই উন্মোচন পরবর্তী সময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ ঘুরে পরিদর্শন করেন।

প্রসঙ্গত, এ বইয়ের লেখক সিকদার আনিসুর রহমান ২০১৪ সালে মেজর পদবিতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তিনি ২০২৩ এ অনুষ্ঠিত ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) সংসদীয় আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ছিলেন।