বইমেলার সময় বাড়ল দু’দিন

  ‘এসো মিলি প্রাণের মেলায়’
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বইমেলার সময় বাড়ল দু’দিন

বইমেলার সময় বাড়ল দু’দিন

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪-এর সময় আরও দু’দিন বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনের প্রেক্ষিতে একুশে বইমেলার সময় বাড়ানো হয়েছে বলে জানা গেছে। আগামী বৃহস্পতিবারের (২৯ ফেব্রুয়ারি) বদলে এখন মেলা শেষ হবে শনিবার (২ মার্চ)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার সময়সীমা আরো দু’দিন বাড়ানোর আবেদন অনুমোদন করেছেন। সে কারণে বইমেলা আগামী ২ মার্চ পর্যন্ত চলবে। মেলা পরিচালনা কমিটিকে আমরা এখনই জানাচ্ছি। তারা মেলার মাইকে ঘোষণা করবে আর চিঠিটা কাল ইস্যু হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা রাত ৯টার দিকে বইমেলায় ঘোষণা কেন্দ্র থেকেও মেলার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সদয় সম্মতিক্রমে বইমেলা দুদিন বাড়ানো হয়েছে।’

এর আগে ১৮ ফেব্রুয়ারি একুশে বইমেলার সময় দুদিন বাড়ানোর জন্য বাংলা একাডেমিকে চিঠি দেয় বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি। চিঠিতে আগামী ১ ও ২ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।