‘শিশুপ্রহরে’ ক্ষুদে বইপ্রেমীদের ভিড়

  ‘এসো মিলি প্রাণের মেলায়’
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

অমর একুশে বইমেলার আজ তৃতীয় দিন। শিশু প্রহরের চলছে দ্বিতীয় দিন। ছুটির দিন হওয়ায় শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকেই খোলা হয়েছে মেলা প্রাঙ্গণ। সকালে পাঠকের উপস্থিতি কম থাকলেও শিশু প্রাঙ্গণ আজও ছিল ক্ষুদে পাঠকদের ভিড়।

এদিকে নিয়মিত আলোচনা অনুষ্ঠানের জন্যে প্রস্তুত হচ্ছে মূল মঞ্চ। মূলমঞ্চে আজ অনুষ্ঠিত হবে দ্বিশত জন্মবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি: মাইকেল মধুসূদন দত্ত শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

বিজ্ঞাপন

বইমেলা প্রাঙ্গণে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশু প্রহরের মাধ্যমে মেলা শুরু হয়েছে বেলা ১১টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেলায় পালিত হয় শিশুপ্রহর। শিশুরা উদ্যান প্রাঙ্গণে উপভোগ করছে সিসিমপুর।

সিসিমপুরের স্টল সূত্রে জানা যায়, প্রতি শুক্রবার ও শনিবার হয় তাদের অনুষ্ঠান। বিশেষ দিনের মধ্যে ২১ ফেব্রুয়ারিতে হবে সিসিমপুর।

বাংলা একাডেমি সূত্রে জানা যায়, আলোচনা অনুষ্ঠানে বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে দ্বিশত জন্মবার্ষিক শ্রদ্ধাঞ্জলি: মাইকেল মধুসূদন দত্ত শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন রফিকউল্লাহ খান। আলোচনায় অংশগ্রহণ করবেন খসরু পারভেজ এবং হোসনে আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুহম্মদ নূরুল হুদা।