৭ কেন্দ্রে বিপুল ব্যবধানে এগিয়ে সাকিব

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ। ইতোমধ্যেই বিভিন্ন কেন্দ্র থেকে ভোটের ফলাফল আসতে শুরু করেছে। মাগুরা-১ আসনে এবার নৌকার প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন সাকিব আল হাসান।

সর্বশেষ তথ্য অনুযায়ী ওই আসনের ৭টি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে সাকিব।

বিজ্ঞাপন

এ আসনের সাত কেন্দ্রের ফলাফলে সাকিব ১৫ হাজার ৫২৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৩৩১ ভোট।

মাগুরা-১ আসনে সাকিবের প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।

এই আসনে মোট ভোটার ৪০০,৪৮৫ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২০০,৮৬২ ও নারী ভোটারের সংখ্যা ১৯৯,৬২১। এই আসনে মোট কেন্দ্র ১৫২টি।