এজেন্টদের বের করে নৌকায় সিল মারার অভিযোগ লাঙল প্রার্থীর

  ভোট এলো, এলো ভোট
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

লাঙল প্রতীকের এজেন্টদের বের করে দিয়ে নৌকায় সিল মারার অভিযোগ করেছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদ।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, উপজেলার ৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ৩০টি ভোট কেন্দ্রে লাঙল প্রতীকের এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারার মহোৎসব চলছে। বিষয়টি মৌখিকভাবে প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

এ বিষয়ে জামালপুর-২ (ইসলামপুর) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, মাত্র লিখিত অভিযোগ পেয়েছি। ওনি যেসব কেন্দ্রের কথা বলেছেন সেসব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে ফোন করে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং দ্রুত ঘটনারস্থলেই পুলিশ-বিজিপির ফোর্স পাঠানো হচ্ছে।