সিলেট-২: জাতীয় পার্টির প্রার্থীর ভোট বর্জন

  ভোট এলো, এলো ভোট
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ইয়াহইয়া চৌধুরী এহিয়া

ইয়াহইয়া চৌধুরী এহিয়া

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া ভোট বর্জন করেছেন।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

বিষয়টি বার্তা২৪.কমকে তিনি নিজেই নিশ্চিত করেন।

ইয়াহইয়া চৌধুরী বলেন, অনিয়ম ও কারচুপির অভিযোগে আমি ভোট বর্জন করলাম। সিলেট ২ আসনের বিভিন্ন কেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রকাশ্য মদদে আমার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে এজেন্ট বের করার বিষয়ে প্রিসাইডিং অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি কোন ধরনের সহযোগিতা করেননি।এভাবে কোনো ভোট হতে পারে না। তাই বাধ্য হয়ে ভোট বর্জন করেছি।

সরেজমিনে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের লামাকাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ইয়াহইয়া চৌধুরী ব্যক্তিগত সহকারী একে দুলাল ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোট বর্জন করা হয়েছে বলে তাদের এজেন্টদেরকে নিয়ে বেরিয়ে যান।

একে দুলাল জানান, বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্র দখল করেছে। ফলে আমাদের প্রার্থী ভোট বর্জন করেছেন। আমরা রিটার্ণিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।