হেলিকপ্টারে উড়ে এলো ইভিএমের কার্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

খুলনায় হেলিকপ্টারে এসেছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) অডিট কার্ড, পোলিং কার্ড ও এসডি কার্ড।

শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকালে খুলনা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে খুলনা-২ আসনের ইভিএমের অডিট কার্ড, পোলিং কার্ড ও এসডি কার্ড এসে পৌঁছায়।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/28/1546001895606.jpg

এরপর রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ট্রেজারি শাখায় কার্ড জমা রাখা হয়েছে। এর আগে দুপুরে নির্বাচন কমিশন থেকে হেলিকপ্টারে ইভিএমের এসব কার্ড খুলনায় পাঠানো হয়।

খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা হেলাল হোসেন ইভিএমের এসব অডিট কার্ড, পোলিং কার্ড ও এসডি কার্ড গ্রহণ করেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/28/1546001913048.jpg

খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হেলাল হোসেন বার্তা২৪কে বলেন, নির্বাচন কমিশন থেকে খুলনা-২ আসনের ১৫৭টি কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট গ্রহণের জন্য ১৫৭ টি অডিট কার্ড, ৭২১ টি পোলিং কার্ড ও ৮৭৮টি এসডি কার্ড পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী এসব কার্ড নির্বাচনের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।

উল্লেখ্য, খুলনা-২ আসনে ১৫৭টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ৬৫৩ টি কক্ষে চলবে ইভিএম ভোটিং সিস্টেম। এ আসনে ইভিএমের আওতাভুক্ত ভোটার সংখ্যা ২লক্ষ ৯৪ হাজার ৮৩ জন। সব ভোটারকেই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।