‘দৃশ্যমান কারচুপি না হলে জনগণের রায় মেনে নেব’

  নাসিক নির্বাচন
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দৃশ্যমান কোন কারচুপি না হলে জনগণের রায় মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

রোববার (১৬ জানুয়ারি) ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

ভোটের ফল মেনে নেবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বা নির্বাচন কমিশনের দৃশ্যমান কোনও কারচুপি না হয়ে থাকলে জনগণের যে কোনও রায় মেনে নেব।

তিনি বলেন, গোলযোগ ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে বিতর্কিত কিছু হয়েছে কিনা, সেটা দেখতে হবে। কারণ ইভিএমের বিষয়ে আমাদের শঙ্কা আছে।