নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ১৬ জানুয়ারি

  নাসিক নির্বাচন
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আগামী বছরের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের বৈঠক শেষে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

বিজ্ঞাপন

ঘোষিত তফসিল অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৭ ডিসেম্বর, এবং ভোট গ্রহণ ১৬ জানুয়ারি।

এদিন টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে বলে জানান ইসি সচিব।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন হয় এবং করপোরেশনের প্রথম মিটিং হয় ৮ ফেব্রুয়ারি। সে হিসেবে এটির মেয়াদ শেষ হবে আগামী ৭ ফেব্রয়ারি।