স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

বরিশাল: ব‌রিশালে স্বাস্থ্য বিভা‌গের উপসহকারী ক‌মিউনিটি মেডিকেল অফিসার মারুফা আক্তারের (৪১) রক্তাক্ত মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

রোববার (৩০ সেপ্টেম্বর ) দুপুরে নগরীর লুৎফর রহমান সড়কের শরীফ মঞ্জিলের তৃতীয় তলার ভাড়া বাসা থে‌কে এ মৃতদেহ উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশ।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এ আর মুকুল জানান, দুপুরের দিকে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মারুফা আক্তারের বাসাটি ভেতর থেকে আটকানো ছিল এবং তার মাথায় ও কানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বিমানবন্দর থানা পুলিশ।

উল্লেখ, মারুফা আক্তার নগরীর লুৎফর রহমান সড়কের শরীফ মঞ্জিলের তৃতীয় তলায় ৭ বছর ধরে ভাড়া থাকতেন। তার স্বামী জহিরুল হায়দার চৌধুরী রাজধানীতে একটি এনজিওতে কর্মরত রয়েছেন।