মালয়েশিয়ায় ১ দিনে ১৪৫ বাংলাদেশি আটক

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকি

প্রতীকি

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়ার চলমান অভিযানে এক দিনেই ১৪৫ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মালয়েশিয়ার সেগামবাতে একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে মোট ১৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়, যার মধ্যে ১৪৫ জনই বাংলাদেশি। 

দেশটির ফেডারেল টেরিটরিজ ইমেগ্রেশন ডিপার্টমেন্ট, ফেডারেল টেরিটরিজ কন্সট্রাকশন ইনডাস্ট্রি ডেভলপমেন্ট বোর্ড এবং মেম্বার অব দ্যা পিপলস ভলান্টিয়ার কোর্পস যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। 

বিজ্ঞাপন

কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক হামিদি আদম বলেন, ‘এই অভিযানে মোট ১৪৫ জন বাংলাদেশি ও ২৯ জন ইন্দোনেশিয়ান নাগরিক আটক হয়েছেন। এছাড়াও এই অভিযানে দুই মিয়ানমার নাগরিক ও একজন ভারতীয় নাগরিক আটক হয়েছেন। অভিযানে মোট ৩২০ জন শ্রমিকের তথ্য উপাত্ত যাচাই করা হয়েছে।’

হামিদি বলেন, ‘আটককৃতদের অপরাধের মধ্যে রয়েছে সঠিক কাগজপত্র বহন না করা, অতিরিক্ত সময় অবস্থান করা ও সোস্যাল পাশের বাজে ব্যবহার করা।’ 

এর আগে গত ৭ দিনে একাধিক অভিযানে প্রায় ১০০ জন বাংলাদেশি আটক হয়েছেন।