তৃতীয় দিনে টিকা গ্রহীতার সংখ্যা বাড়ল ৫০ হাজারের বেশি

  করোনা টিকা
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনা প্রতিরোধে সারাদেশে গণ টিকাদান কর্মসূচির আজ ছিল তৃতীয় দিন। এক দিনের ব্যবধানে দেশে টিকা দেওয়ার সংখ্যা বেড়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) করোনার টিকা নিয়েছেন ১ লাখ ১ হাজার ৮২ জন। যা গতকালের (৮ ফেব্রুয়ারি) চেয়ে ৫৪ হাজার ৫৭৩ জন বেশি। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৮ ফেব্রুয়ারি) ৪৬ হাজার ৫০৯ জনসহ গত দুদিনে মোট টিকা নিয়েছেন ৭৭ হাজার ৬৬৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার করোনার টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে ৭৪ হাজার ৫৮৬ জন পুরুষ এবং ২৬ হাজার ৪৯৬ জন নারী। টিকা নেওয়ার ক্ষেত্রে পুরুষের তুলনায়, নারীদের সংখ্যা কম।

টিকা গ্রহণকারীদের ঢাকা মহানগরীতে ১২ হাজার ৫১৭ জন, ঢাকা বিভাগে রয়েছেন ২৫ হাজার ২২০ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৮৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহী বিভাগে ১৩ হাজার ১১৪ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৩৭ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১৮১ জন এবং সিলেট বিভাগে ৮ হাজার ৫৫৯ জন টিকা নিয়েছেন।