মৃত ঘোষণার পর যেভাবে ‘জীবিত’ হলেন এই নারী!
কেমন হবে আপনার অনুভূতি? বেঁচে থাকতেই যদি আপনি জানতে পারেন আপনি মৃত! শুনতে অদ্ভুদ লাগলেও ঠিক এমনই এক ঘটনার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের গেইথার্সবার্গের বাসিন্দা নিকোল পাউলিনো। ভুলবশত তাকে সেখানকার সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন মৃত ঘোষণা করে।
তাকে মৃত ঘোষণার বিষয়টি তিনি জানতেন না। লাইসেন্স নবায়নের জন্য আবেদন করার পর প্রথম নিজেকে মৃত হিসেবে আবিষ্কার করেন। আনুষ্ঠানিকভাবে তাকে মৃত বলে মেরিল্যান্ড মোটর ভেহিকেল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম থেকে একটি বার্তা পাঠানো হয়। নিজের মৃত্যু নিশ্চিতের এ বার্তা দেখে তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে, কি করবেন তা বুঝতে পারছিলেন না। নিজের মৃত্যুর খবরে অবাকও হয়েছিলেন তিনি ৷ বিষ্ময়ে তখন তার শরীর হিম হয়ে যায়।
তিনি স্কাই নিউজের ইউএস পার্টনার নেটওয়ার্কের অংশ এনবিসিফোর ওয়াশিংটনকে এক সাক্ষাৎকারে নিজের মৃত্যুর খবর নিয়ে বলেন, আমি এতটাই ভয় পেয়েছিলাম যে ভয়ে আমার মুখ দিয়ে কথা আসছিলো না। বেঁচে থাকার পরও নিজের এমন মৃত্যুর খবরে আমি কান্না করে ফেলি ।
মৃত হিসেবে ঘোষণার পর থেকে আমার সকল সুবিধা বন্ধ হয়ে যায়। সে সময়টা আমার জন্য কতটা ভয়াবহ তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না।
অনেক কাঠখড় পুড়িয়ে নিজেকে জীবিত হিসেবে প্রমাণ করি। আনুষ্ঠানিকভাবে নিজেকে পৃথিবীতে আবার ফিরিয়ে আনলাম।
সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এনবিসিফোর ওয়াশিংটনকে নিজেদের ভুলের বিষয়টি জানান এবং বলেন এমন ঘটনা খুব কম ঘটে। আগামীতে যাতে এমন কিছু না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হবে।
পাউলিনো এনবিসিফোর ওয়াশিংটনকে বলেছেন যে তাদের অনুসন্ধানের পর, তিনি সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন কাছ থেকে একটি চিঠি পান যে ভুলটি সংশোধন করা হয়েছে এবং তিনি আনুষ্ঠানিকভাবে আবার জীবিত হয়েছেন।