র্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৬ জানুয়ারি) প্রসিকিউসনের পক্ষ থেকে করা আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি করেন।
অন্যদিকে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন ঢাকার আশুলিয়ায় ৬ ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় উপ-পরিদর্শক (এসআই) আবদুল মালেক ৩০ জানুয়ারি ও কনস্টেবল মুকুল চোকদারকে ২৮ জানুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই দুই পুলিশের বিষয়ে প্রসিকিউসনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ায় ৬ ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগে গত ২৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম ও চার পুলিশকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেন। সেই সাথে আগামী ২৬ জানুয়ারি এদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল ও হাজিরের নির্দেশ দেয়া হয়।