বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদ বিশ্বাস কারাগারে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি মামলায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাবিধি অনুযায়ী আসামির ডিভিশন ও চিকিৎসা সুবিধা চাইলে একই সাথে বিচারক তা নাকচ করে দেন।

বিজ্ঞাপন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। তার বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন