আবু সাঈদ হত্যা: ২ পুলিশের ৪ দিনের রিমান্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আবু সাঈদ হত্যার অভিযুক্ত ২ পুলিশের ৪ দিনের রিমান্ড

আবু সাঈদ হত্যার অভিযুক্ত ২ পুলিশের ৪ দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যার ঘটনায় প্রধান দুই আসামি এএসআই আমীর আলী ও কন্সটবল সুজন চন্দ্র রায়কে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রংপুর মেট্রোপলিটান তাজহাট ম্যাজিস্ট্রেট আমলী আদালত ২ এর বিচারক আসাদুজ্জামান ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই সাথে রিমান্ডে সুপ্রীম কোর্টের নির্দেশনা প্রতিপালন করার আদেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, সকাল ৯ টায় পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয় দুই আসামিকে। মামলার বাদী আবু সাইদের বড় ভাই রমজান আলীর আইনজীবী আদালতে বলেন, আসামিরা নিরস্ত্র শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা করেছে।

এই হত্যার নির্দ্দেশদাতা, পরিকল্পনাকারীসহ সকলের নাম ঠিকানা জানতে তাদের রিমান্ডে দেবার আবেদন জানান। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশ সুপার রংপুরের জাকির হোসেন আসামি দুইজনের ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৪ দিনের আবেদন মজ্ঞুর করেন।

এর আগে গতকাল সোমবার পিবিআই পুলিশ এই দুই পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে তাদের হেফাজতে নেয়।