সাতদিনের রিমান্ড ২ দিনেই শেষ, শাজাহান খান কারাগারে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সাবেক মন্ত্রী শাজাহান খান

সাবেক মন্ত্রী শাজাহান খান

১৪ বছরের কিশোর মোতালেব হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৮ সেপ্টেম্বর) সাতদিনের রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় দুইদিন পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

বিজ্ঞাপন

এ সময় তার আইনজীবী শ্রী প্রাণনাথ জামিনের আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগার পাঠানোর নির্দেশ দেন।

গত ৬ সেপ্টেম্বর ১৪ বছরের কিশোর মোতালেব হত্যা মামলায় শাজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

শাজাহান খানের আইনজীবী শ্রী প্রাণনাথ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তার হার্টে ৫টা ব্লক ধরা পড়েছে। ৯০ শতাংশ ব্লক রয়েছে। হাটে রিংও পরানো হয়েছে।

গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।