আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন আনিসুল হক

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন আনিসুল হক

আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন আনিসুল হক

আদালতের কাছে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চাইলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সাত সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে রিমান্ড শেষে তাদের হাজির করে অন্য একটি হত্যা মামলায় ১০ দিন রিমান্ড চাওয়া হয়।

বিজ্ঞাপন

সকাল ৭ টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, এমপি সাদেক খান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয়।

রিমান্ড শুনানিতে আনিসুল হক আদালতকে বলেন, ‘আমি ও সালমান এফ রহমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম। আমি নির্দোষ। ঘটনার বিষয় কিছুই জানি না। আদালতের কাছে ন্যায় বিচার চাই।’

পরে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে গুলি করে হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের পাঁচ দিন এবং আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাদেক খান ও জিয়াউল আহসানের ৫ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।