সাংবাদিক মারধরের মামলায় ছাত্রলীগ নেতাসহ দুইজনের জামিন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লোহার রড, হকিস্টিক ও লাঠি দিয়ে দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদকে মারধর ও জখমের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ছাত্রলীগ নেতাসহ দুই আসামি।

সোমবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

বিজ্ঞাপন

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।

আসামিরা হলেন- তিতুমীর সরকারি কলেজের ছাত্রলীগের সহ-সম্পাদক এস এম ইমরুল রুদ্র ও সাইফুল নিজাম কায়সার।

গত ২২ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তিতুমীর কলেজে ইফতার শেষে বের হয়ে আসার সময় আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাসের মূল ফটকের সামনে সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত ভাবে লোহার রড, হকিস্টিক ও লাঠিসহ সাংবাদিক সাব্বির আহমেদের পথরোধ করে অতর্কিতভাবে আক্রমণ করে। সাব্বির রক্তাক্ত জখম হন।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী তাহিনা রাদিয়া সুলতানা বাদী হয়ে বনানী থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।