ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে এম. ইনায়েতুর রহিম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন। গত ২২ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তিনি। তার সফরের এই সময়কালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম।

শনিবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধান বিচারপতি। তাই এ সময়ে প্রধান বিচারপতির অবর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আগামী ৩১ মার্চ বাংলাদেশে ফিরবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে ।