হাইকোর্টে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ঘটনায় পাঁচ আইনজীবী গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

হাইকোর্টে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ঘটনায় মামলার এজাহারভুক্ত পাঁচ আইনজীবীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে রাজধানীর মিন্টো রোড ডিবি কার্যালয়ের ডিএমপি অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর-রশীদ এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

হারুন ওর রশীদ বলেন, যে যত বড়ই শক্তিশালী হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। শাহবাগ থানায় মামলা হওয়ার পরে ডিবি পুলিশ ছায়া তদন্ত করে রাজধানীর বনানীসহ বিভিন্ন জায়গা থেকে পাঁচ আইনজীবীকে গ্রেফতার করেছে।

এজাহারভুক্ত আইনজীবীরা হলেন-  ৫ নাম্বার আসামি কাজী বশির আহমেদ, ৯ নাম্বার আসামি অ্যাডভোকেট তুষার, ১১ নাম্বার আসামি অ্যাডভোকেট তরিকুল, ৬ নাম্বার আসামি অ্যাডভোকেট সুমন ও ৬ নাম্বার আসামি অ্যাডভোকেট উসমান।