চট্টগ্রামে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মাদক মামলায় মো. মনির হোসেন (৩৬) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৪ মার্চ) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এ রায় দেন।

বিজ্ঞাপন

দণ্ডিত মো. মনির হোসেন নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার বাসিন্দা।

জানা যায়, ২০১৩ সালে ২৩ এপ্রিল রাতে চট্টগ্রাম নগরীর সিআরবি রেলওয়ে হাসপাতালের সামনে থেকে ২১০ গ্রাম হেরোইনসহ র‌্যাব মো. মনির হোসেনকে গ্রেফতার করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় র‌্যাবের একজন উপ-পরিচালক বাদী হয়ে মামলাও করেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ২০১৩ সালের ২৬ মার্চ অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ওই বছরের ২২ অক্টোবর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় পাঁচ জনের সাক্ষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।