সিনিয়র জেলা ও দায়রা জজ ইমান আলী শেখের ইন্তেকাল

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সিনিয়র জেলা ও দায়রা জজ ইমান আলী শেখের ইন্তেকাল

সিনিয়র জেলা ও দায়রা জজ ইমান আলী শেখের ইন্তেকাল

সিনিয়র জেলা ও দায়রা জজ ড. ইমান আলী শেখ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে....রাজিউন)।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর ৫ টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

বিজ্ঞাপন

তার প্রথম জানাজা বাদ যোহর ঢাকার পশ্চিম কাফরুল বড়বাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তাকে তার গ্রামের বাড়ি রাজবাড়ি জেলার সদর থানার বরাট ইউনিয়নে নিয়ে যাওয়া হয়।

তার মৃত্যুতে বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

ড. ইমান আলী শেখ ১৮ তম বিসিএস ব্যাচের বিচার বিভাগীয় কর্মকর্তা ছিলেন। কর্মজীবনে তিনি বগুড়া ও ঢাকায় সহকারী জজ, শরীয়তপুর ও গাইবান্ধায় সিনিয়র সহকারী জজ, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক, নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ, সিরাজগঞ্জ ও যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ, জামালপুর ও শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ) এবং আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (জেলা জজ) হিসেবে কর্মরত ছিলেন।