চট্টগ্রামে মাদক মামলায় দম্পতির ৫ বছর কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় এক হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় এক দম্পতিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

বিজ্ঞাপন

দণ্ডিতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল এলাকার মৃত আব্দুর ছমতের ছেলে আবুল মঞ্জুর (৪০) ও তার স্ত্রী নুর জাহান বেগম (৩৭)।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর নগরের কোতোয়ালী থানার মেরিনার্স রোড ওমর আলী মার্কেট মদিনা এজেন্সী দোকানের সামনে থেকে আবুল মঞ্জুর ও তার স্ত্রী নুর জাহান বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় আবুল মঞ্জুরের কাছ থেকে ৯ শত ও নুর জাহান বেগম থেকে ১ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা মাদক আইনে মামলা করা হয়। মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করলে ২০২২ সালের ১ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আবুল মঞ্জুর ও তার স্ত্রী নুর জাহান বেগমকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তারা জামিনে গিয়ে পলাতক। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।