আমিনুল হককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। একই সঙ্গে তার জামিনের আবেদনও নাকচ করে দেন।

বিজ্ঞাপন

রোববার (১৪ জানুয়ারি) আমিনুলকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে হাজির করা হয়। এ সময় তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার বিষয়ে শুনানি হয়। একই সঙ্গে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তরীকুল ইসলাম গত ২ জানুয়ারি আমিনুলকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।

১ নভেম্বর মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন আদালত পল্টন থানার একটি মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।