কলকাতায় ১০ দিনব্যাপী বাংলাদেশ বইমেলা
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ঢাকা-র সম্মিলিত উদ্যোগে শুধুমাত্র বাংলাদেশের বই নিয়ে নবম বারের মতো কলকাতায় ‘বাংলাদেশ বইমেলা’র আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ বইমেলা কলকাতার রবীন্দ্রসদনের বিপরীতে মোহরকুঞ্জ প্রাঙ্গণে ১ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। মোট ৮০টি বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করবে।
এছাড়া মেলামঞ্চে প্রতি সন্ধ্যায় থাকবে বিষয় ভিত্তিক সেমিনার। থাকবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সহায়তা করছে কলকাতার ভাষা ও চেতনা সমিতি।
কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর), উপ হাইকমিশনের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান, উপ-হাইকমিশনার তৌফিক হাসান, প্রেস সচিব মোফাখখারুল ইকবাল, বাণিজ্য শাখার শামসুল আরিফ এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, শুক্রবার (১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল চারটায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন, এমপি। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার মহানাগরিক তথা পশ্চিমবঙ্গের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম।
এছাড়া উপস্থিত থাকবেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, কবি শঙ্খ ঘোষ ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, লেখক-গবেষক অধ্যাপক শামসুজ্জামান খানসহ বিশিষ্টজনেরা।
মেলা চলবে প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। শনি ও রবিবার সাড়ে আটটা অব্দি মেলা প্রাঙ্গণ খোলা থাকবে বইপ্রেমী কলকাতাবাসীর জন্য।