ভারতে বাতিল হচ্ছে ২ হাজার রুপির নোট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কলকাতা
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতীয় ২ হাজার রুপির নোট

ভারতীয় ২ হাজার রুপির নোট

২ হাজার রুপির নোটের আয়ু শেষ হচ্ছে এ বছরই। তার বদলে আগামী বছরে আসছে নতুন ১ হাজার রুপির নোট। ভারতের কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী গত দুই বছরে বিপুল পরিমাণে দুই হাজার রুপির নোট জাল হয়েছে।

ফলে ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার কথামতো এ বছরের ডিসেম্বর শেষেই বাতিল হয়ে যাচ্ছে ২ হাজার রুপির নোট। এর বদলে ২০২০ সালের পয়লা জানুয়ারি থেকে চালু হচ্ছে নতুন ১ হাজার রুপির নোট।

বিজ্ঞাপন

ইতোমধ্যে ২ হাজার রুপির নোট বদলের জন্য ভারতের সব ব্যাংককে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। কেউ যদি দুই হাজার রুপির নোটের বদলে ভাঙতি চায় সেটা তাকে দিতে বাধ্য থাকবে ব্যাংকগুলো। ইতিমধ্যে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে এসবিআই ব্যাংক তাদের এটিএম বুথগুলোতে ২ হাজার রুপির নোট রাখা বন্ধ করে দিয়েছে।

মূলত ২ হাজার রুপির নোট বিপুল পরিমাণে জাল হওয়ার কারণে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অপর সমস্যা হল ২ হাজার রুপির নোট সাধারণ মানুষের বাজারে ভাঙাতে বেশ কষ্টসাধ্য হয়ে উঠছিল। বড় নোট বলে সেই নোটে সামান্য ত্রুটি থাকলে নিতে চাইছিলেন না অনেকেই। ফলে সেই নোট চালানো কঠিন হয়ে উঠছিল প্রায়শই।

বিজ্ঞাপন

গত এক বছর ধরে ২ হাজার রুপির নোট ছাপানো বন্ধ করে দিয়েছে ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। এর বদলে নতুন ১ হাজার রুপির নোট ছাপানো হবে। এর ফলে আগামী বছরের ১ জানুয়ারি থেকে দশ, বিশ, একশ, দুইশ, পাঁচশো রুপির নোটের সাথে নতুন ১ হাজার রুপির নোট ভারতের বাজারে আসতে যাচ্ছে।