‘বাংলাদেশে এলে মনে হয় নিজের ঘরে এসেছি’
বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও ছায়ানট কলকাতার সভাপতি সোমঋতা মল্লিক এখন ঢাকায়। নড়াইলের সুলতান মেলায় অংশ নিয়েছেন তিনি। নজরুল ইনস্টিটিউট ও অন্যান্য কয়েকটি সংগঠনের আমন্ত্রণে ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠান করার পাশাপাশি গাজি টিভিতেও গানের প্রোগ্রাম করছেন তিনি।
বার্তা২৪.কমের সঙ্গে এক সাক্ষাৎকারে সোমঋতা বলেন, ‘অনুষ্ঠানে অংশ নেওয়া ছাড়াও ঘুরে বেড়াবো প্রাণের বাংলাদেশ। এবার সঙ্গে আমার মা এসেছেন। ফলে যতটুকু সম্ভব ভ্রমণ সেরে নেবো।’
সোমঋতা বলেন, ‘বাংলাদেশে এলে মনে হয় নিজের ঘরে এসেছি। যত ব্যস্ততাই থাকুক, বছরে অন্তত একবার বাংলাদেশ না এলে মন আনচান করে। বাংলাদেশ আমার ভালোবাসার সুবর্ণ ভূগোল।’
কলকাতা ছায়ানটের প্রধান সোমঋতা মল্লিক পশ্চিমবঙ্গে নজরুলচর্চার অগ্রণী নাম। 'নজরুল মেলা'র আয়োজন ছাড়াও ছায়ানট এবার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে কলকাতার নিউটাউনের নজরুলতীর্থ মঞ্চে।
সোমঋতা মল্লিকের পরিকল্পনা ও পরিচালনায় সীমানা ভুলে একই সুরে, রবীন্দ্র-নজরুলে' শিরোনামের এই অনুষ্ঠানে বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের তিন শতাধিক শিল্পী, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী অংশ নেন।
সোমঋতা মল্লিক বলেন, ‘বাংলা ভাষা, শিল্প, সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতি নিয়ে বাংলাদেশে ঈর্ষণীয় কাজ হচ্ছে। বাংলা ও বাঙালির শাশ্বত চেতনাকে বিশ্বব্যাপী এগিয়ে নিতে আমরা বাংলাদেশের সঙ্গে মিলিতভাবে কাজ করতে চাই। ছায়ানট কলকাতা চিরায়ত বাঙালি সত্ত্বা ও সংস্কৃতির বিকাশে সব ধরনের সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত।’
বার্তা২৪.কমকে শিল্পী সোমঋতা মল্লিক জানান যে, বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি সাংস্কৃতিক সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছায়ানট কলকাতার ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি বলেন, 'অচিরেই আমরা যৌথভাবে সাংস্কৃতিক বিনিময়, অনুষ্ঠান ও প্রশিক্ষনের বড় ধরনের আয়োজন করবো, যাতে বাঙালি সংস্কৃতির ধারা বেগবান হওয়ার পাশাপাশি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীরা তাদের কাজকে তুলে ধরার বৃহত্তর পরিসর পাবেন।'