ডিজিটাল প্ল্যাটফর্ম নজর কেড়েছে ধোনি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মহেন্দ্র সিংহ ধোনি

মহেন্দ্র সিংহ ধোনি

ট্রেনের টিকিট কালেক্টর থেকে ভারতীয় ক্রিকেটে ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক হয়ে ওঠা, দেশের দ্বিতীয় ক্যাপটেন হিসেবে বিশ্বকাপ হাতে তোলা মহেন্দ্র সিংহ ধোনি সম্পর্কে এসবই জেনে ফেলেছে বিশ্ব নীরজ পাণ্ডের -এমএস ধোনি দৌলতে। ভারতীয় ছবির ইতিহাসে ছবিটি অন্যতম মাইলস্টোন।

কারণ কোনো বায়োপিক তৈরি করতে হলে ঘটনাপ্রবাহ নিয়ে সৎ থাকা জরুরি। কিন্তু বিখ্যাত মানুষদের ক্ষেত্রে অনেক সময়ই তা হয় না। অবশ্য ক্যাপ্টেনের ক্ষেত্রে সে কথা খাটেনি। কারণ কখনই ধোনি রাখঢাক করে কথা বলতে পছন্দ করেন না ব্যাটের মতোই তাঁর জিহ্বাও কথা বলে। স্বাভাবিকভাবেই নানা বিতর্কিত ইস্যুও তাঁর আত্মজীবনীমূলক ছবিতে স্থান পেয়েছে। ছবিও জনপ্রিয় হয়েছে।

বিজ্ঞাপন

কিন্তু এবার সেই ধোনিই যখন বলছেন তাঁর জীবনের এক অজানা দিক উন্মোচিত হবে, তখন একটু নড়েচড়ে বসতেই হয়। ব্যাপারখানা কী? টিজারে দেখা যাচ্ছে বক্সিং পাঞ্চ করতে করতে ধোনি নিজেই বলছেন, -মাহি, ক্যাপ্টেন কুল, এমএসডি সহ হরেক নাম আপনারা জানেন। জানেন আমার জীবনের প্রায় সব গল্পও। কিন্তু এমন একটা গল্প আছে যা অনেকেই জানেন না, এমনকী আমার ঘনিষ্ঠ জনেরাও না। সেটা হচ্ছে আমার জেদের কাহিনী।

এবার সেই ‘জিদ কি কাহানি’ দেখা যাবে হটস্টার স্পেশালে। স্টারের ডিজিটাল প্ল্যাটফর্ম হটস্টার ইতিমধ্যেই শেখর কাপুর, সলমন খান, নীরজ পাণ্ডে, মহেশ মঞ্জরেকর, তিগমাংশু ধুলিয়া, সুধীর মিশ্র, রাম মাধবনি, নাগেশ কুকুনুরের মতো ১৫জনের সঙ্গে নতুন কনটেন্ট তৈরিতে চুক্তিবদ্ধ হয়েছে।

বিজ্ঞাপন

ব্রিটিশ হিট সিরিজ ক্রিমিনাল জাস্টিস-এর হিন্দি সংস্করণ এগবে তিগমাংশুর হাত ধরে। গুরুত্বপূর্ণ চরিত্রে বিক্রান্ত মসে, জ্যাকি শ্রফ, পঙ্কজ ত্রিপাঠী, অনুপ্রিয়া গোয়েঙ্কা, মিতা বশিষ্ঠের মতো থাকবে অভিনেতারা। আন্তর্জাতিক জনপ্রিয় কমেডি শো দ্য অফিস –এর অনুকরণে শো করছেন রোহন সিপ্পি। অতুল কুলকার্নি, শচীন পিলগাওকর, প্রিয়া বাপট, সিদ্ধার্থ ছান্দেকরকে নিয়ে পলিটিক্যাল ড্রামা ‘সিটি অব ড্রিমস’। পরিচালনায় নাগেশ কুকুনুর। আর আন্তর্জাতিক ক্ষেত্রে জনপ্রিয় থ্রিলার ‘হস্টেজ’ অবলম্বনে সুধীর মিশ্রর শো -এর প্রধান চরিত্রে আছেন রণিত রায়, টিসকা চোপড়া, পরভিন দাবাস।

এতসব তারকার উপস্থিতি থাকলেও আলাদা করে সকলের নজর কেড়েছে মাহি তথা মহেন্দ্র সিংহ ধোনি।