পাকিস্তানি তারকা আলি জাফরের পাশে তাপসী

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

তাপসী পান্নু ও আলি জাফর

তাপসী পান্নু ও আলি জাফর

সম্প্রতি ভারতের কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনার পর থেকে ভারত-পাকিস্তানের শিল্পীদের নিয়ে চলছে নানা তর্ক-বিতর্ক। চলছে দুই দেশের শিল্পীদের বয়কটও।

এমন সামরিক যুদ্ধ-পরিস্থিতিতে কয়েকদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এক বক্তব্যে প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেন পাকিস্তানি তারকা আলী জাফর। এরপর থেকেই বলিউডের অনেকে এই অভিনেতাকে নিয়ে করছেন নানা সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হয়েছেন তিনি। আলী জাফর বলিউডের বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন।

বিজ্ঞাপন

এদিকে আলীকে সমর্থন করে তার পাশে দাঁড়ালেন অভিনেত্রী তাপসী পান্নু। আলীর মুখে এমন কথা শুনে তাপসী বলেন ‘একজন পাকিস্তানের যা বলা উচিত, আলি সেটাই বলেছেন। এটা ভাবা অত্যন্ত বোকামি, যে উনি ভারতের সমর্থনে মুখ খুলবেন।‘

তাপসী পান্নু অভিনীত ‘বদলা’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ মার্চ । ছবিটিতে তাপসীর পাশাপাশি অমিতাভ বচ্চনকেও দেখা যাবে। আর এটি পরিচালনা করেছেন সুজয় ঘোষ।

বিজ্ঞাপন