আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছায়ানট কলকাতার নিবেদন
ছায়ানট আয়োজিত 'সীমানা ভুলে, একই সুরে, রবীন্দ্র-নজরুলে' শিরোনামে দু দিনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শেষ হয়েছে কলকাতায়।
তিন শ শিল্পীর একক ও সমবেত গান, আবৃতির মধ্য দিনে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি কলকাতার নিউটাউনের নজরুলতীর্থে ছায়ানটের অনুষ্ঠানমালার প্রথম দিন রবীন্দ্রনাথ ও দ্বিতীয় দিন কাজী নজরুল ইসলামকে উৎসর্গীকৃত হয়। ভাষা আন্দোলনের সংগ্রামী স্মৃতির আবহে কলকাতায় দু দিনের অনুষ্ঠানমালা এবারই প্রথম আয়োজিত হলো, যা রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে রূপ নেয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে অংশ নিয়ে বার্তা২৪.কমের কন্ট্রিবিউটিং এডিটর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজ পারভেজ বলেন, 'বিশ্বব্যাপী বাঙালির ঐক্যবদ্ধ প্রয়াসে বাংলা ভাষাকে এগিয়ে হবে। বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে যে কোনো আঘাতকে মোকাবেলার জন্য বিশ্বের সকল বাঙালিকে হাতে হাত রেখে কাজ করতে হবে।'
ড. মাহফুজ পারভেজ বলেন, 'বাঙালিত্বের বৃহত্তর চেতনায় ধর্ম, বর্ণ, অঞ্চল ও রাজনৈতিক ভেদাভেদকে কখনোই জায়গা দেওয়া যাবে না। মিলন, ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে বিশ্বের বাঙালিদের আরো কাছাকাছি আসতে হবে। বাঙালির নিবিড় বন্ধন বাংলা ভাষা ও সংস্কৃতির মূল শক্তি।'
ছায়ানট কলকাতার প্রধান বিশিষ্ট শিল্পী শ্রীমতী সোমঋতা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্রীমতী কল্যানী কাজী, ডঃ শ্রীকুমার চট্টোপাধ্যায়, শ্রী রাজেশ্বর ভট্টাচার্য্য, শ্রী অলক রায় চৌধুরী, শ্রী প্রবুদ্ধ রাহা, শ্রীমতী সুস্মিতা গোস্বামী, পন্ডিত মল্লার ঘোষ।
বাংলাদেশ থেকে বিশিষ্ট চিত্রশিল্পী সোহাগ পারভেজের নেতৃত্বে ৮ জন চিত্রশিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সমবেতভাবে রবীন্দ্র সংগীত ও নজরুলগীতি পরিবেশনায় ছিলেন পতত্রী, রবি মল্লার, রবি ছন্দম, ঐকান্তিক, আনন্দধারা, সুরপিয়াসী, বিষেরবাঁশী ও ছায়ানটের শিল্পীবৃন্দ।
দর্পনারায়ণ চট্টোপাধ্যায় পরিচালিত "পুনশ্চ" নিবেদিত অর্ধশতকন্ঠে রবীন্দ্রনাথের ধ্রুপদাঙ্গের গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এডামস জি মোমে-এর শ্রী অরুণাভ ঘোষ।
সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বিশিষ্ট শিল্পী সোমঋতা মল্লিক।
উল্লেখ্য দশ বছর আগে কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে পাথেয় করে ছায়ানট কলকাতা পথচলা শুরু করে। নজরুল মেলা আয়োজন করার পাশাপাশি সারা বছর ধরেই নানান কর্মসূচীর মধ্য দিয়ে ছায়ানট কলকাতা এগিয়ে চলেছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ছায়ানট (কলকাতা) আগামী ২৩শে ও ২৪শে ফেব্রুয়ারী, ২০১৯, নজরুলতীর্থ (নিউটাউন)-এ আয়োজন করতে চলেছে দুই বাংলার শিল্পীদের সমন্বয়ে দুদিনব্যাপী এক অনন্য রবীন্দ্র-নজরুল উৎসব - 'সীমানা ভুলে এক সুরে, রবীন্দ্র-নজরুলে' । প্রথম দিন রবীন্দ্রনাথ ঠাকুর ও দ্বিতীয় দিন কাজী নজরুল ইসলাম সম্পর্কিত গান, কবিতাপাঠ অনুষ্ঠিত হবে, সাথে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে 'লাইভ পেন্টিং', অংশগ্রহণে- বাংলাদেশ ও কলকাতা -এর বিশিষ্ট শিল্পীবৃন্দ ।