রাজস্থানে সোয়াইন ফ্লু আতঙ্ক

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

সোয়াইন ফ্লু

সোয়াইন ফ্লু

রাজস্থানে বেড়েই চলেছে সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীদের সংখ্যা। শুক্রবার পর্যন্ত এ রাজ্যে চারজনের মৃত্যু হয়েছে। সোয়াইন ফ্লু'র প্রভাবে ভারতের এই রাজ্যটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই জীবানুতে আক্রান্ত হয়ে এ বছরে এখন পর্যন্ত মৃতের সংখ্যা একশ' ছাড়িয়েছে। মৃতরা প্রত্যেকেই কোটা, যোধপুর, হনুমানগড় ও দৌসা জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

এদিকে নতুন করে সোয়াইন ফ্লু আক্রান্ত আরও ৮৭টি নতুন রোগীর খোঁজ পাওয়া গেছে। ৩৯ দিনে এখনও পর্যন্ত ২ হাজার ৭৯৩ জন সোয়াইন ফ্লু আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।

সোয়াইন ফ্লু ভাইরাসটি ‘এইচ ওয়ান এন ওয়ান’ নামে পরিচিত। এটি বংশবৃদ্ধি প্রক্রিয়ার মাধ্যমে অতি সহজে মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। সোয়াইন ফ্লুতে আক্রান্ত মানুষের হাঁচি বা কাশির মাধ্যমে ভাইরাসটি অন্য মানুষের দেহে খুব সহজে ছড়িয়ে পড়তে পারে। এ রোগের উপসর্গ হচ্ছে- জ্বর হওয়া, মাথাব্যথা, গলা ও শরীর ব্যথা করা, শ্বাসকষ্ট হওয়া, আলস্য বোধ করা, অস্বস্তিবোধ করা, ক্ষুধাবোধ না হওয়া, ওজন কমে যাওয়া ইত্যাদি।

বিজ্ঞাপন