গান্ধীজির কুশপুতুল পুড়িয়ে নাথুরামের ছবিতে মালা

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মোহনদাস করমচাঁদ গান্ধীর কুশপুতুলে নকল পিস্তল থেকে গুলি ছোড়া অভিযোগে হিন্দু মহাসভার জাতীয় সচিব শকুন পান্ডেকে গ্রেফতার করেছে পুলিশ। শকুনের স্বামী অশোক পান্ডেকেও গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) উত্তরপ্রদেশের আলীগড় থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গত ৩০ জানুয়ারি আলীগড়ে গান্ধীজীর ৭১ তম মৃত্যুবার্ষিকীতে এ ঘটনা ঘটে। পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি।

বিজ্ঞাপন

কুশপুতুল পোড়ানোর পর  গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের মূর্তিতে মালাও দেন শকুন পান্ডে।

১৯৪৮ সালের ৩০ জানুয়ারি দিল্লির 'বিড়লা হাউস'-এ বিকেলের প্রার্থনায় যাওয়ার সময়ে গান্ধীকে সামনে থেকে গুলি চালিয়ে হত্যা করেন নাথুরাম গডসে।

বিজ্ঞাপন

গান্ধী হত্যার দায়ে গডসেকে ১৯৪৯ সালের ১৫ নভেম্বর ফাঁসি দেওয়া হয়েছিল। তাঁর এক সহযোগী নারায়ন আপ্তেরও ফাঁসি হয়েছিল একই সঙ্গে।