মেয়ে নিয়ে গর্বিত বিগ বি
বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। তারই দুই যোগ্য সন্তান মেয়ে শ্বেতা নন্দা ও ছেলে অভিষেক বচ্চন।
অভিষেক বচ্চন লাইমলাইটকে বেছে নিলেও এর থেকে যতো সম্ভব দূরেই থেকেছেন শ্বেতা নন্দা। তাইতো অভিনয় নয়, লেখালেখি নিয়েই ব্যস্ত সময় কাটে তার।
গত বছর ‘প্যারাডাইস টাওয়ার্স' নামে এক ফিকশন নোবেল লিখে লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করেন শ্বেতা নন্দা। চমকপ্রদ তথ্য হলো- শ্বেতার লেখা প্রথম নোবেল বেস্ট সেলিং লেখকদের তালিকায় চলে এসেছে। এ কারণে বেশ আনন্দিত অমিতাভ বচ্চন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কয়েকটি ছবি শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন- ‘‘মেয়ের সাফল্যের থেকে বড় আর কোনও গর্ব বাবার হতেই পারে না। মেয়েরা বাবাদের কাছে সবসময় স্পেশ্যাল। তা সে ছোট্ট ঘোমটা পরা মেয়েটাই হোক বা বেস্ট সেলার লেখিকা।''
তবে লেখিকা হিসেবে শ্বেতার আত্মপ্রকাশে এবারই প্রথম নিজের আনন্দ প্রকাশ করলেন না বিগ বি। আগেও যখন শ্বেতার নোবেলের কথা প্রকাশ্যে ঘোষণা করা হয়েছিল তখন তিনি লিখেছিলেন, ‘‘আমি সবচেয়ে গর্বিত বাবা। আমার মেয়ে সকলের থেকে ভালো।''