ইসলামি ব্যাংকিং বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইসলামি ব্যাংকিং বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান, ছবি: বার্তা২৪.কম

ইসলামি ব্যাংকিং বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান, ছবি: বার্তা২৪.কম

ইসলামি ব্যাংকিংয়ের মৌলিক ও শরয়ি বিষয়াবলির সঙ্গে পরিচিত করে তুলতে সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর যৌথ উদ্যোগে ‘বেসিক অপারেশনস অব শরিয়াহ বেইজড ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স চলছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে বিআইবিএম মিলনায়তনে এ কোর্সের উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট কর্তৃক পরিচালিত ইসলামি ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম আরও ফলপ্রসূ করার লক্ষ্যে ২০২০ সালে সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে বেশ কিছু প্রশিক্ষণ কোর্স এবং প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের অংশ হিসেবে এই প্রশিক্ষণ কোর্স চলছে।

প্রশিক্ষণ কোর্সে সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের সদস্য ব্যাংকসমূহ থেকে ৪৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান মুফতি ড. মুহাম্মদ আব্দুল্লাহ বিক্রমপুরী। আর বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের প্রশাসন বিভাগের ইনচার্জ সৈয়দ সাখাওয়াতুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএমের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার মো. আলমগীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইবিএমের ফ্যাকাল্টি মেম্বার ড. মো. মহব্বত হোসেন।